How to use would like to in sentence
“ Would like “ is a polite way to say “ I want “
মানে যখন আমরা polite বা ভদ্র ভাবে বলতে চাই যে আমি কিছু চাই সেখানে আমরা would like ব্যবহার করি।
মানে আমরা Want এর পরিবর্তে would like ব্যবহার করতে পারি
যেমনঃ আমি টিকেট কিনতে চাই — I want to buy a ticket
এই বাক্যটিকে আমরা বলতে পারি — I would like to buy a ticket
এতে sentence এর মাধুর্যতা আসে । একি রকম বাক্য আমাদের বার বার বলতে হয় না ।
Sub + would like to + verb (main) +ob
যেমন আমরা যে কোন sub এর সাথে would like ব্যবহার করতে পারি । যেমনঃ
I would like
You would like
He / she would like
We would like
They would like
বা আমরা would like কে short ভাবে লিখতে পারি । যেমন ঃ
I’d like
You’d like
He’d like
We’d like
They’d like
কিন্তু negative sentence এর ক্ষেত্রে short ফর্ম ব্যবহার করা উচিত না । যেমনঃ
I’d not like
এই বাক্যকে লিখতে হবে -
I would not like
He would not like
We would not like
They would not like